সাম্প্রতিক

6/recent/ticker-posts

গরুর কিছু সাধারণ রোগ ও সহজ সমাধান

cattle or cow disease and treatment

একসঙ্গে বেশি গবাদিপশু থাকলে রোগবালাই একটু বেশি হয়। আর বাণিজ্যিক খামারগুলোতে সাধারণত বিদেশি সংকর জাতের গরু পালন করা হয়। এ ধরনের জাতের পশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কম। ফলে এদের নানা ধরনের রোগবালাই হতে পারে। বড় খামারিরা বিশেষ যত্ন নেওয়ার সামর্থ্য রাখেন ফলে তাদের চিন্তা নেই। কিন্তু ছোট খামারিদের ক্ষেত্রে ঘন ঘন ডাক্তার দেখানো, ওষুধ কেনা- এসব করতে করতে লাভ তলানিতে গিয়ে ঠেকে। আমরা এখানে ছোট খামারিদের জন্য প্রশ্নোত্তর আকারে এমন সাধারণ কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি। এ ধরনের সমস্যায় আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন। 

সমস্যা: আমার একটি গরুর ফার্ম আছে, কিন্তু Australian গাভী কাঁধে ঘায়ের মতো হচ্ছে। 

সমাধান: ১. প্রথমে পটাশ পার ম্যাঙ্গানেট (ppm) এর পানি দিয়ে ক্ষত স্থান ধুয়ে নিতে হবে। ২. Nevanol powder নারিকেল তেল দিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে। ৩. Renamycim100 অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। প্রতি ১০ কেজি ওজনের জন্য ১ এম এল, এ ভাবে ১০০ কেজি ওজনের জন্য ১০ এম এল পরিমাণ ওষুধ দিতে হবে। ক্ষতস্থানে কোনো অবস্থাতেই মাছি বসতে দেওয়া যাবে না। 

সমস্যা: আমার একটি গরু পাতলা পায়খানা করছে, কী করব? নাকি পাতা কৃমি হচ্ছে। গরু মোটাতাজা করার জন্য কী ভিটামিন খাওয়াব। গরুর শরীরে গুটি গুটি হয়েছে। অ্যালার্জির মতো । 

সমাধান: বর্তমানে গরুর পাতলা পায়খানার জন্য- Trisulfa/Trisulpha, প্রথম দিন প্রতি ৩৫ কেজির জন্য ১ টা (অর্থাৎ গরুর ওজন যদি হয় ৩৫x২=৭০ কেজি তবে ২টা বা গরুর ওজন যদি হয় ৩৫x৩= ১০৫ কেজি তবে ৩ টা) ট্যাবলেট খাওয়াতে হবে। ২য় দিন থেকে অর্ধেক করে খাওয়াতে হবে। কৃমির ওষুধ এখন খাওয়ানো যাবে না, আগে গরু সুস্থ হোক তারপর। গরুর কৃমি ও এলার্জির জন্য উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করুন। 

সমস্যা: একটি গরুর বয়স ১৯ মাস। ওজন ১ হতে ২ মন। বাছুরটির ভিটামিনের অভাব, মোটাতাজা করা দরকার, কী করতে পারি। 

সমাধান: গরুকে নিয়মিত কাঁচা ঘাস, দানাদার খাবার, ইউরিয়া মলাসেস, খড় ও পানি খাওয়াতে হবে। আরো বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা পশুসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। 

সমস্যা: গরুর এলার্জি হয়েছে, কী করতে হবে দয়া করে জানাবেন।

সমাধান: ১. Vermic 5 ml, গরুর প্রতি ৫০ কেজি ওজনের জন্য 1 ml, এই হারে ইঞ্জেকশনটি গরুর চামড়ার নিচে দিতে হবে, ২. Dellergen 10 ml, গরুর প্রতি ২৫ কেজি ওজনের জন্য 1 ml, এই হারে ইঞ্জেকশনটি গরুর মাংসে দিতে হবে, ৩. Zinc Vet, ১ টি করে দৈনিক ১ বার গরুকে খাওয়াতে হবে, এভাবে গরুকে ৫ দিন খাওয়াতে হবে। 

সমস্যা: আমার গরু ৮-৫ দিন ধরে কোনো কিছু খায় না, বয়স ৫ বছর, করনীয় কী।

সমাধান: ১.৫% ডেক্সটোজ স্যালাইন ১ লিটার, গরুর রগে (শিরা) দিতে হবে, প্রতিদিন ১ টা করে ২-৩ দিন, ২. যদি পানি খায় তবে গ্লুকলাইট স্যালাইন ৪ ভাগের এক ভাগ ৫ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। ৩. সালফার প্লাস টেব্লেট ৪ টা প্রথম দিন ও পরের দিন থেকে ২টা করে খাওয়াতে হবে। 

সমস্যা: আমার বিদেশী গাভীর দুধ স্বাভাবিকের তুলনায় কম হচ্ছে, এবার দিয়ে ২ বার দুধ দিচ্ছে, করণীয় কী? 

সমাধান: প্রাথমিক ভাবে যেসব গাভী ৩ কেজি পর্যন্ত দুধ দেয় তাদের ক্ষেত্রে প্রতিদিন- ৩ কেজি দানাদার খাবার (চালের কুঁড়া, ভূসি, ভুট্টা ভাঙ্গা) এর সাথে স্বাভাবিক খাবার যেমন- ১. ১০-১২ কেজি কাঁচা ঘাস ২. খড় (২০০ গ্রাম মোলাসেস মিশিয়ে দিতে হবে) ৩. DCP (Di calcium Plus)- প্রতিদিন ১০ চা চামচ খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। পরবর্তী বাড়তি প্রতি ১ কেজি দুধের জন্য বাড়তি আধাকেজি দানাদার ও উপরোক্ত স্বাভাবিক খাবার দিতে হবে। 

সমস্যা: গরুর পেট ফেঁপে যাচ্ছে, পায়খানা খুব শক্ত। 

সমাধান: ব্লট স্টপ/অ্যান্টি ব্লট সিরাপ এক বোতল একটি গরুকে খাওয়াতে হবে। খাবার পানির সাথে ১-২ গ্রাম খাবার সোডা দেওয়া যেতে পারে। 

সমস্যা: বাচ্চা হওয়ার পর গাভীটির দুধ হতো দৈনিক ৪/৫ সের, কিন্তু বাচ্চা হওয়ার ৭ দিনের মধ্যে গাভীটির দৈনিক দুধ হয় ১/২ সের। এ অবস্থায় কী করণীয়?

সমাধান: স্বাভাবিক খাবারের পাশাপাশি দানাদার জাতীয় খাবার দিতে হবে। 

সমস্যা: গরুর ঘাড়ে ও হাঁটুতে ঘা হয়েছে, লোম উঠে যাচ্ছে, পরামর্শ কী? 

সমাধান: প্রতিদিন একটি জিংকভে ট্যাবলেট ও ৫ টেবিল চামস মেগাভেট পানিতে গুলে খাওয়াতে হবে এবং এর সাথে ডার্মাভেট মলম চামড়াতে মালিশ কতে হবে। 

সমস্যা: গরুর খুরে ফোসকা পড়ে, ছড়িয়ে পড়ে সারা গায়ে, ঘা- এর মত হয়, এর করণীয় কী?

সমাধান: আক্রান্ত গরুকে রোদযুক্ত জায়গায় নিয়ে পভিসেট তুলা দিয়ে পরিষ্কার করে সুমিটভেট পাউডার পেস্ট করে সকালে ও বিকালে লাগাতে হবে। 

সমস্যা: গাভীর শরীল ভালো। ওলান দেখে মনে হয় ১০ কেজি দুধ হয় কিন্তু ২ কেজির বেশি হয় না। গাভীর বাচ্চার বয়স ৪০ দিন। 

সমাধান: কাঁচা ঘাস এবং দানাদার খাবার দিন। 

সমস্যা: গরুর বয়স ৩ বছর। গাভীর বাচ্চা হওয়া ৩ মাস গাভীর খাওয়ার রুচি কম এবং গাভীটি দিনে দিনে সুখে যাচ্ছে এবং দুধ ২ কেজি থেকে ১ কেজি হচ্ছে, এর উপায় কী? 

সমাধান: গরুকে ভিজিম্যাক্স খাওয়াতে হবে। 

সমস্যা: একটি গরুর গায়ে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। যা মনে হয় চামড়া উঠে যাচ্ছে। এর প্রতিকার কী? 

সমাধান: ১. হিস্টাভেট (Hista-Vet) ৫ মিলি তিনদিন তিনটা ইনজেকশন দিতে হবে। ২. ইনডেক্স ট্যাবলেট (Index Tablet) ২ মণ-এর বেশি ওজন হলে ২টা, ১ মণ হলে ১টা এবং ১০-২০ কেজি দৈহিক ওজন হলে চার ভাগের একভাগ খাওয়াতে হবে। 

সমস্যা: গরু মাঝে মাঝে খেতে চায় না। এক্ষেত্রে কী করা যেতে পারে। 

সমাধান: ২০ গ্রামের ভিজিম্যাক্স পাউডার সবটুকু ১-২ লিটার খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে বোতল বা স্টমাক টিউবের সাহায্যে পরপর ২-৩ দিন সেবন করাতে হবে। 

সমস্যা: গরুর (বলদ) বয়স ১৮-২০ মাস। প্রস্রাব করার সময় সাদা সাদা দেখা যায়। দিন দিন শুকিয়ে যাচ্ছে। করণীয় কী? 

সমাধান: মাল্টিভিটামিন ১০ মিলি করে ৭ দিন পরপর ৩টি ইনজেকশন দিতে হবে। 

সমস্যা: গরুকে কীভাবে মোটাতাজা করব, জানাবেন। 

সমাধান: ১০ কেজি খড় ছোট ছোট করে কেটে তার সাথে ৫ কেজি পানি, ২.৫-৩.৫ কেজি মোলাসেস (চিটা গুড়) এবং ৫০০ গ্রাম ইউরিয়া মিশিয়ে (৪টি গরুর জন্য) পরিমাণ মতো নিয়মিত খাওয়াতে হবে। সাথে কাঁচা ঘাস ও নিয়মিত যত্ন নিতে হবে। 

সমস্যা: ৪টি বকনা গরুর বয়স ৪ বছর মতো তাদের প্রত্যেকেরই খাওয়ানো ঠিক মতো হলেও শরীরের তুলনায় পেট বেশি মোটা স্বাস্থ্য তেমন ভালো হচ্ছে না। 

সমাধান: কৃমিনাশক দিয়ে কৃমি মুক্ত করলে স্বাস্থ্য ভালো হবে। 

সমস্যা: একটি গরুর দেড় বছর ধরে বীজ রাখতে পারে না। এটা ইনজেকশনের (কৃত্রিম প্রজনন বা কল) গরু, একে হরমোন ইনজেকশনও দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। গরুটির অনেক চর্বি ও মোটাতাজা। অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কি? 

সমাধান: হরমোন ইনজেকশন দেওয়ার পরও গরু বীজ ধরে রাখতে পারে না, তাই এবার গরু হিটে আসলে দেশি ষাঁড় দিয়ে চেষ্টা করতে হবে। 

সমস্যা: একটি গরুর দেড় বছর ধরে বীজ রাখতে পারে না। এটা ইনজেকশনের গরু, একে হরমোন ইনজেকশন ও দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। গরুটির অনেক চর্বি ও মোটাতাজা। অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কী? 

সমাধান: দেশি ষাঁড় দিয়ে কাজ না হলে গরুটির প্রজনন সমস্যা আছে। তাই গরুটি বিক্রি করে দেওয়া ভালো। 

সমস্যা: একটি দেশি গরু, বয়স ৫ বছর । গরুটির হঠাৎ করে কয়েক দিন আগে পড়ে গেছে, গরুটি আর উঠে দাঁড়াতে পারছে না। গরুটি দিন দিন শুকিয়ে যাচ্ছে। উপায় জানালে উপকৃত হতাম। 

সমাধান: আপনার নিকস্থ থানা পশু হাসপাতালে যোগাযোগ করুন।

সমস্যা: গাভীর বয়স ৫ বছর ,অনেক দিন ধরে গাভীন হচ্ছে না । সঠিক সমাধান চাই 

সমাধান: (১) ৭ দিন পরপর এডি৩ই ইনজেকশন ৩টি দিতে হবে। (২) কৃত্রিম প্রজনন করাতে হবে নিকটস্থ পশু হাসপাতালে। 

সমস্যা: দুইবার বাচ্চা দেওয়ার পরও এখন আর গরুর হিট থাকছে না। হিট থাকার কোনো পদ্ধতি থাকলে সে সম্পর্কে পরামর্শ চাই । 

সমাধান: সাত দিন পরপর এডি৩ই ইনজেকশন ৩টি দেওয়ার পর কৃত্রিম প্রজনন করাতে হবে। 

সমস্যা: সংকর জাতের গরু কীভাবে পাবো? 

সমাধান: গাভী যখন গরম হবে তখন সরকারি পশু হাসপাতাল অথবা ব্র্যাক থেকে বিদেশি ষাঁড়ের বীজ সংগ্রহ করে কৃত্রিম প্রজনন করিয়ে নিন। এসব জায়গায় বিভিন্ন জাতের গরুর বীজ থাকে। আপনি পছন্দমতো নিতে পারেন।

Post a Comment

0 Comments